নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা মসজিদে মোঃ আবুল রেজাউল ইসলাম এমসির সঞ্চলনায় ও মোসাঃ মল্লীকা খাতুন ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই এর সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র ছাত্রীরা উপস্থিত থেকে অংশগ্রহণ করেন।
উক্ত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।
উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন এমসি আত্রাই উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন, মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক জিসি,মোঃ আব্দুল জলিল জিসি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই, মোঃ আব্দুল হাই আল হাদি সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় শ্রেষ্ঠদের মাঝে পুরুষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।