বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মাঠে রোহিঙ্গাদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা ও ঘরবাড়ি, সম্পদ, নিজস্ব পরিচয় সবই ছিল। মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। ২০১৭ সালে ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা বাংলাদেশে আশ্রয় নিয়েছি। ঝুপড়ি ঘরে বাস করছি। মাতৃভূমি ছেড়ে বছরের পর বছর আরেক দেশে জীবন কাটানো যায় না। মিয়ানমারে ফিরে যেতে সবাইকে ঐক্যবদ্ধ করতে ধাপে ধাপে এ সমাবেশ হচ্ছে।
সমাবেশে আরেক রোহিঙ্গা নেতা মৌলভি রহমত করিম বলেন, মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলে রোহিঙ্গা ক্যাম্পে নয়, আরাকানে গিয়ে রক্ত দেবো। আমরা আরাকান স্বাধীন করবো।