শনিবার   ডিসেম্বর ২৮ ২০২৪   ১৩  পৌষ  ১৪৩১


নওগাঁয় কোটা পদ্ধতি বাতিলসহ ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে মানববন্ধন

মোঃ আরাফাত আলী

Updated 24-Dec-26 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 3

 

 

নওগাঁয় উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিলসহ ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

 

'কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই'এবং 'জনবান্ধব সিভিল সার্ভিস চাই' প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা জানান, পদোন্নতি এবং সুযোগ সুবিধায় তারা প্রশাসন ক্যাডারের বৈষম্যের শিকার হোন। বৈষম্য নিরসনের জন্য কোটা মুক্ত উপসচিব পুল গঠন, পরীক্ষার মাধ্যমে পদোন্নতির দাবি তাদের।

 

উক্ত মানববন্ধনে প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডার নিয়ন্ত্রিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।