শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


এক ভুক্তভোগীকে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ

মো: মাসুদ রানা

Updated 24-Dec-29 /   |   নিয়ামতপুর (নওগাঁ) উপজেলা   Read : 41
নিয়ামতপুর  সরকারি মেডিকেল থেকে সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে জোসনা (৩৫) নামের এক নারী ও তার সন্তানকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ২৪ ডিসেম্বর, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর মধ্যপাড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা শামসুদ্দিনের মেয়ে জোসনা ও তার নাতিকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন প্রতিবেশী হোসেন আলী ও তার মেয়ে স্কুল শিক্ষিকা রেশমীনারা। শামসুদ্দিন জানান, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। ওইদিন জোসনা ও তার মেয়ে কারিমা বাড়িতে ফেরার সময় হোসেন আলী ও রেশমীনারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

জোসনার অভিযোগ, হাসুয়া দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে তার হাত কেটে যায়। এ সময় তার মেয়েকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এবং তার ২ বছরের নাতিকেও রক্তাক্ত জখম করা হয়। বর্তমানে জোসনা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গ্রামবাসীর একটি অংশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা বিস্তারিত মন্তব্য ভিডিওতে প্রকাশ করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, "আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।