শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


বান্দরবান আলীকদমে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Jan-06 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 73
ছবি
ছবি

বান্দরবান  আলীকদম বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

অদ্য ০৪/০১/২০২৫ ইং রোজ শনিবার আলীকদম এর অন্তর্গত দক্ষিণ নয়াপাড়ায় এক মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছে। মৃত নুরুল আবছার মামুন পিতা:কামাল উদ্দীন মাতা: রাবেয়া বেগম, কলেজ পডুয়া শিক্ষার্থীকে (SSC ব্যাচ-22) তার সৎ ভাই আবু মুছা তাকে কানে যখম করে হত্যা করে এবং তার পরিবারে ভাস্যমতে তার পরিবার তাকে পরিকল্পিত হত্যা করে।আলীকদম সদর হাসপাতালে দায়িত্বরত ডাক্তার সৌরভ বলেন নিহত নুরুল আবছারের মাথায় লাঠি দিয়ে আঘাত করার ফলে মাথায় রক্ত জমাট বদ্ধ হয়ে মারা যায় বলে ধারণা করেছেন।স্থানীয়রা বলেন দু-ভাইয়ের হাতাহাতি ও মারামারির এক পর্যায়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।