পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন-সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহন কর্মচারী এ আয়োজন করে।
মানববন্ধনে আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম সদর বলেন, ‘আমাদের অধিকার বাতিলের দাবিতে মানববন্ধনে দাঁড়াতে হবে, এটা কখনই ভাবিনি। এই প্রশাসন নিজেদের চেয়ারকে টিকিয়ে রাখতে যৌক্তিক পাওনা থেকে আমাদের বঞ্চিত করেছে। প্রশাসনকে বলে দিতে চাই, এটা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা।’
তিনি আরও বলেন, ‘ভিসি-প্রোভিসি নিজেরাই কোটার সুবাদে চেয়ারে বসে আছেন। তারা নির্বাচিত নয়। এই বিশ্ববিদ্যলয়ে আমরা উড়ে আসি নাই। এখানে আমাদের বাপ-দাদাদের জমি রয়েছে। আমরা আমাদের ৫ শতাংশ প্রাতিষ্ঠানিক সুবিধা যেকোনো মূল্যে ফেরত চাই।’
অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, ‘প্রশাসনকে জবাব দিতে হবে, আমরা কেন আটকে থাকলাম। আমরা এখানে আসি কাজ করতে। আমাদের কেন আটকানো হলো? যেসব বহিরাগতরা আমাদের অশ্লীল ভাষায় গালাগালি করেছে, আমাদের জিম্মি করে রেখেছে, তাদের সুষ্ঠু তদন্ত করতে হবে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহাল করতে হবে।’
অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আজকে প্যারিস রোডে শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। আগামীকাল প্রশাসনিক ভবনের সামনে আমরা দুই ঘণ্টার ধর্মঘট থাকবে। এ ছাড়া আগামী ৮ তারিখ আমরা দিনব্যাপী কর্মবিরতি পালন করব। যত দিন পর্যন্ত না আমরা আমাদের অধিকার ফিরত না পাব, তত দিন আমরা আন্দোলন চালিয়ে যাব ‘
অফিসার্স সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে চার শতাধিক কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।