সোমবার   জানুয়ারী ১৩ ২০২৫   ৩০  পৌষ  ১৪৩১


আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাস-লুটপাটের ইতিহাস

Shariful Islam

Updated 25-Jan-11 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 46

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ শত বছরেও বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে পারবে না। আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাস ও লুটপাটের ইতিহাস। দেশের মানুষ হাসিনা সরকারের জুলুম নির্যাতনের কথা মনে রাখবে। জালিমরা নাশতার কথা বলে হাজার হাজার মামলা দিয়ে আলেম ওলামাদের গ্রেফতার করে বন্দি রেখে নির্যাতন করেছিলো।

শুক্রবার (১০ জানুয়াররি) বিকালে ফেনী সদর উপজেলার ছনুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহীম, সহকারী সেক্রেটারি এডভোকেট জামাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিন, উপজেলা প্রচার সম্পাদক সুলতান মাহমুদ টিপু, লেমুয়া ইউনিয়ন আমির মুন্সি কামরুল ইসলাম, মোটবী ইউনিয়ন আমির মাওলানা আফসার প্রমুখ।