শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


চট্টগ্রাম পটিয়া দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশঃগাজী শাহাজাহান জুয়েল এমপি

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Feb-03 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 124
ছবি BNP
ছবি BNP
ছবি BNP

চট্টগ্রামে  নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পটিয়া উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসষ্টেশনস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে এক সমাবেশে মিছিল হয়।

মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেষ্টুন ও চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন, পটিয়ার সাবেক বিএনপির  সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল ও নবগঠিত কমিটির আহবায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল, ছবি সম্বলিত ফেষ্টুন নিয়ে শহিদ  জিয়াউর রহমানের নাম ও বেগম জিয়া তারেখ জিয়ার নামে স্লোগানের মাধ্যমে আনন্দ র‌্যালীর আয়োজন করেন। 

সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী, সাধারণ সম্পাদক, আবদুল মোনাফ, জেলা বিএনপি নেতা চেয়ারম্যান  জসিম উদ্দিন মাষ্টার, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

বিএনপি নেতা জাহেদুল হক, মোঃ ইব্রাহিম, জিল্লুর রহমান, ইছমাইল চৌধুরী, জাহাঙ্গীর কবির, মুজিবুর রহমান, আবুল কালাম, নাসির উদ্দীন, নুরুল আমিন, ফরিদ উদদীন, খোকন মেম্বার, ইদ্রিস পানু, জয়নাল আবেদীন আঙ্গুর, শফিউল আযম, আমির হোসেন, ফজলুল কাদের, জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম, আনোয়ার  হোসেন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মনির, সাবেক ছাত্রদল নেতা মিশকাত আহমেদ, আবদুল বারেক, বাহাদুর খাদেমী, বিএনপি নেতা, আবু সুলতান, বখতিয়ার উদদীন বকুল, আমিনুল হক,  আবদুল েেমাতালেব মনু, বছিরুল আলম, সালাম ফারুকী, আবু বক্কর রায়হান, সেলিম উদদীন, রিজু, যুবদল নেতা, মাইমুনুল ইসলাম মামুন, নাছির উদ্দীন, আবু বক্কর রায়হান, আবু শহীদ রমজান, মান্না দেব, রিপন, খোকন শাহ, সোহেল, নুরুল হক নাজিম, ইয়াছিন, জমির  সালাউদ্দিন, শ্রমিক দল নেতা আমজাদ হোসেন তালুকদার আজাদ, গাজী দিদার, শাহ আলম, ফারুক, হাসান, মুছা, জসিম, ফোরকান, মুরশেদ, বাকের, মহসিন, আনিস, জমির, আরিপ, সোলাইমান, সোহান, সেলিম, জেলা ছাত্রদল নেতা তারেক রহমান, জাহিদুল ইসলাম সুজন, নাঈম উদদীন, আবদুল লতিফ, ইমতিয়াজ, ইমন, আতিক, নজরুল, নাজমুল, রিশাদ, মিজান, রবিউল, শাকের, জাবেদ প্রমূখ।