বৃহস্পতিবার   এপ্রিল ৩ ২০২৫   ২০  চৈত্র  ১৪৩১


রানীনগরে দীর্ঘ চার বছর পর শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ আরাফাত আলী

Updated 25-Feb-09 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 73

দীর্ঘ চার বছর বর্ণীল আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো নওগাঁ জেলার রাণীনগর উপজেলার রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান।

আজ রবিবার (৯ফেব্রুয়ারী) সকাল ১০:৩০ ঘটিকায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উদ্বোধন করা হয় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের।

এসময় উপস্থিত ছিলেন রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সালাহউদ্দিন কাজল, জাকি আমিন (টেমস), প্রদীপ কুমার দেবনাথ, অমিত হাসান, রবিউল করিম, মোরশেদা বানু, ফারজানা আফরোজ, দেওয়ান তৌহিদুর রহমান ,অফিস সহায়ক আব্দুর রাকিব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। এসময় আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

দীর্ঘ ৭দিন ধরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদ্বোধনের প্রথম দিনে ২০০ মিটার দৌড়, মোরগ যুদ্ধসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। তিনটা খেলায় প্রথম হয়ে জোবায়ের বলেন, খুব ভালো লাগছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি খেলায় প্রথম হয়ে। আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জুনাইদ হাসান বলেন,

দীর্ঘ চার বছর পর এমন আয়োজন করা হয়েছে তাই খুব ভালো লাগছে। ভবিষ্যতে এমন আয়োজন যেন বন্ধ না হয় সে বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দেন এই শিক্ষার্থী।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব সালাহউদ্দিন কাজল জানান,

আমরা দীর্ঘ চার বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পারিনি। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বিগত প্রধান শিক্ষক আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করতে দেয়নি। কিন্তু ২০২৫সালে আজকে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন শুরু করেছি ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে শেষ করতে পারব।

এসময় তিনি সহকর্মী শিক্ষক ও কর্মচারীদের ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে সহকারী শিক্ষক, প্রদীপ কুমার দেবনাথ বলেন, স্বাস্থ্যই সুখের মূল তাই সুখি থাকতে খেলাধুলার বিকল্প নেই।

বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক শাহজাহান জানান, শিশুদের শারীরিক সুস্থতা ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই প্রতিবছর প্রতি মাসেই খেলাধুলার আয়োজন করা উচিত।