শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Romjan Ali

Updated 25-Feb-10 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 134
এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ERF) অডিটরিয়াম, পল্টন ঢাকায় জাতীয় বোর্ডের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু্ষ্ঠিত হয়।

জাতীয় বোর্ডের NAD এপে. আদনান হোসেন অনির সভাপতিত্বে রিসোর্স পারসোন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও ঢাকা বারের সাবেক সভাপতি ও সেক্রেটারী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সভাপতি এপে. এ্যাড. মনিরুল ইসলাম পান্না, জাতীয় সহসভাপতি এপে. নাসিম আহাম্মেদ, ঢাকা বারের সিরিয়র আইনজীবী এ্যাড. কামরুল হাসান পলাশ, সন্মানিত অতিথি ছিলেন LG & PNP এপে. আব্দুর রব দিলিপ, LG & PNP এপে. আসলাম হোসেন, PNP এপে. ভুবন লাল ভারতী, জেলা -৩ এর  গভর্নর এপে. সৈয়দ মিয়া প্রমূখ । এপেক্স ক্লাব অব নারায়নগঞ্জের সহযোগীতায় অতিথিদের মাধ্যমে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়।