শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


বান্দরবানে জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা কমিটি গঠন

Romjan Ali

Updated 25-Feb-19 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 60
বান্দরবানে জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা কমিটি গঠন

বান্দরবানে জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা কমিটি গঠন  নতুন কমিটি আগামীর দেশ গঠনের কাজে লিপ্ত থাকবে  মোট  ৮০ জনের এই কমিটি কাজ করবে।মঙ্গলবার  (১৮ফেব্রুয়ারি)  জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি  ঘোষণা দেওয়া হয়েছে।

বান্দরবান জেলা সদর উপজেলার এই নতুন কমিটির সবাইকে প্রতিনিধি  মনোনীত করা হয়েছে । নতুন কমিটিতে সংগঠক হিসেবে রয়েছেন আরো নতুন সদস্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। 

মিটিতে আরও সংগঠক বা সদস্য অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে নতুন কমিটির সদস্যরা জানান ভবিষ্যতে  হয়তো আরও সংযোজন হতে পারে।