শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


মাটিবাহী ট্রাক ১ কোটি টাকার সড়ক হুমকিতে

মো: মাসুদ রানা

Updated 25-Mar-04 /   |   নিয়ামতপুর (নওগাঁ) উপজেলা   Read : 47
নিয়ামতপুর মালিপাড়া গ্রাম থেকে সংগৃহীত

নিষিদ্ধ করে দুই দফায় গণবিজ্ঞপ্তি জারির পরও নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দেদার মাটিবাহী ট্রাক্ চলছে। এতে পাকা সড়কে অতিরিক্ত চাপ পড়ার কারনে ফেটে গিয়েছে দুই ধারে এবং কিছু কিছু জায়গাই রাস্তার নিচে দেবে গিয়েছে।এতেকরে মাটি পড়ে ক্ষতির মুখে পড়েছে পৌনে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আঞ্চলিক সড়ক। এতে হুমকিতে পড়েছে ভাবিচা বাজার থেকে মালিপাড়ার ১ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের যত্রতত্র মাটি পড়ে থাকায় চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ।

মাটিবাহী ট্রাক চলাচল বন্ধে গত বছরের ২৭ এপ্রিল প্রথমে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান ও গত বছরের ২২ ফেব্রুয়ারি ইউএনও ইমতিয়াজ মোরশেদ গণবিজ্ঞপ্তি জারি করেন। তখন উপজেলাজুড়ে মাইকিংও করা হয়। এরপর কয়েক দিন সড়কে ট্রাক চলাচল বন্ধ থাকলেও ইউএনওদের বদলির পর আবার শুরু হয়েছে।
বর্তমান ইউএনও মেহেদী হাসান নিউজ ২১ টিভি চ্যানেলকে বলেন, সড়কগুলোয় মাটিবাহী ট্রাক চলাচল বন্ধে অভিযান চলছে। শিগগিরই আবার মাইকিং করা হবে। মাটি বহন ও পুকুর খনন কোনোভাবেই বরদাশত করা হবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার-পাঁচ বছর ধরে বিভিন্ন এলাকায় দেদার পুকুর খনন করা হচ্ছে। খননের মাটি বিভিন্ন ইটভাটা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। প্রতিদিন ৩০-৪০টি ট্রাক্টরে মাটি পরিবহন করা হয়। এসব মাটিবাহী ট্রাক্টর উপজেলার বিভিন্ন সড়ক দিয়ে চলাচল করে। তখন ট্রাক্টর থেকে মাটি সড়কে ছিটকে পড়ে। পরে পানি কিংবা বৃষ্টি হলে সড়কে পড়ে থাকা মাটি ভিজে গোটা সড়কে কাদা ছড়িয়ে যায়। এতে একদিকে সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটে। অন্যদিকে কাদামাটিতে বিটুমিন ক্ষতিগ্রস্ত হয়ে সড়ক নষ্ট হয়।

* চার-পাঁচ বছর ধরে পুকুর খননের মাটি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। * ট্রাক্টর থেকে মাটি সড়কে পড়লে ক্ষতি হয়। মাটি ভিজে থাকলে বিটুমিন নষ্ট হয়।