শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


এপেক্স ক্লাব অব বান্দরবানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Romjan Ali

Updated 25-Mar-23 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 29
এপেক্স ক্লাব অব বান্দরবানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

এপেক্স ক্লাব অব বান্দরবানের ইফতার ও দোয়া  মাহফিল  বান্দরবান পৌরসভার হল রুমে এপেক্স ক্লাব অব বান্দরবানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: রুই প্র মার্মার সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে : নাসিম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন আইপিএনএসডি এপে: মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী আরমান, ন্যাশনাল এনইএস এপে: লিয়াকত আলী, ডিস্ট্রিক্ট ৩ গর্ভণর এপে:সৈয়দ মিয়া হাসান, পিডিজি এপে: কামাল পাশা,এপেক্স ক্লাব অব বান্দরবানের আইপিএনপি এপে: মোজাম্মেল হক, পটিয়া ক্লাবের প্রেসিডেন্ট এপে: আলমগীর আলম, নীল আচল ক্লাবের আইপিপি নীলাধন তৎচংঙ্গা,সাঙ্গু ক্লাবের প্রেসিডেন্ট এপে: বিরলাল তনচংঙ্গা,পাপন বড়ুয়া,এপে: সানজিদা,এপে:মুনমুন,মনচাপু,এপে: সোলতান মাহমুদ প্রমুখ।
 সেবা কাজে আরো উপস্থিত ছিলেন বান্দনবান ক্লাবের এপে.মোহাম্মদ তারেক প্রমুখ।
এতে বক্তারা বলেন মহে রমজান মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়।
মানবিক মানুষ হওয়ার জন্য মাহে রমজান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সমাজ পরিবর্তনে মাহে রমজানের তাৎপর্য অনুধাবন করে আমাদের এগিয়ে যেতে হবে।