রবিবার   মে ৪ ২০২৫   ২১  বৈশাখ  ১৪৩২


ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Mahmud

Updated 25-May-02 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 9

রাজধানীর কুড়িল বিশ্বরোডে রেললাইনে দাঁড়িয়ে এক ট্রেনের ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা আরেক ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ইশতিয়াক আহমেদ রাফিধ রাজশাহী সরকারি কলেজে স্নাতক বাংলা ২য় বর্ষের শিক্ষার্থী। ঢাকার খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন তিনি। 

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে তিনি দুর্ঘটনায় প্রাণ হারান।

রাফিধের খালাতো ভাই ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মুস্তাফিজুর রহমান ঘটনার সময় তার সঙ্গে ছিলেন।

মুস্তাফিজ বলেন, রাফিধ টঙ্গী থেকে কমলপুরগামী একটি ট্রেনের ভিডিও মোবাইলে ধারণ করছিলেন। এমন সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেক ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ভাইয়া আমাকে বলেছিলেন ভিডিও করার সময় ট্রেন আসে কি না খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে আসল। আমি ভাইয়াকে চিল্লাইয়া বলছিলাম ট্রেন আসতেছে। কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে যান।