বুধবার   এপ্রিল ৩০ ২০২৫   ১৬  বৈশাখ  ১৪৩২


বান্দরবানে অনুষ্ঠিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা

Diponkor Mallik

Updated 25-Apr-28 /   |   Sadar Representative   Read : 64

 "দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই এই প্রতিপাদ্যকে ধারণ করে জনগণের মধ্যে আইন সহায়তার বার্তা পৌঁছানোর উদ্দেশে বান্দরবানে উদ্‌যাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
আজ সোমবার (২৮এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো শোভাযাত্রা ও আইন সহায়তার প্রচার র‌্যালি।  জেলা ও দায়রা জজ আদালত কার্যালয়ের সম্মুখ হতে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা শেষ করে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে দিবসটির শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজউদ্দিন ইকবাল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালাম পাশাপাশি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো.জামিউল হায়দার। সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারি খরচে এই সেবা প্রদান করে আসছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা। শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই আইনি সেবা প্রদান করা হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল, দেশের কারাগারগুলোতে এ সেবা চালু হয়, আর প্রতিবছর ২৮এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে। বক্তারা আরো বলেন, জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে ২০০৯ সাল থেকে মার্চ ২০২৫ পর্যন্ত প্রি ও পোস্ট কেইসে ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইন সহায়তা সেলের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ২৫২কোটি ৫১ লক্ষ ৬১ হাজার ৮১ টাকা।