মঙ্গলবার   অক্টোবর ২৮ ২০২৫   ১২  কার্তিক  ১৪৩২


জনতা ব্যাংক পিএলসি.তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ ১৯ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৫ইং জনতা ব্যাংক স্কুল ব্যাংকিং কেম্পেইন,জনতা ব্যাংক পিএলসি সিলেট কর্পোরেট শাখার আয়োজনে, রাজা জি সি গিরিশচন্দ্র হাই স্কুল বন্দর বাজার সিলেটে ২৭/১০/২০২৫ ইং তারিখ জনতা ব্যাংক পিএলসি.গ্রাহক সেবা স্কুল ব্যাংকিং সেবায় সিলেটে উৎসব সম্পন্ন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা জি সি গিরিশচন্দ্র হাই স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রী গণ,আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের জিএম সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দগণ।

MD SAD MIAH

Updated 25-Oct-27 /   |   সিলেট সদর (সিলেট) উপজেলা প্রতিনিধি   Read : 4