শুক্রবার   মে ২৩ ২০২৫   ৯  জ্যৈষ্ঠ  ১৪৩২


'ফেনী লাইন' নামে নতুন বাস সার্ভিস পেতে যাচ্ছে ফেনী বাসী।

Shariful Islam

Updated 25-May-23 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 4

ফেনীতে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন বাস সার্ভিস ‘ফেনী লাইন’। আগামী পহেলা জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে নতুন এই পরিবহন সংস্থাটির।

 

প্রাথমিকভাবে ফেনী থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে যাত্রী পরিবহন করবে ফেনী লাইন। ফেনী সদর ছাড়াও পরশুরাম, ছাগলনাইয়া ও নোয়াখালীর বসুরহাট হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ফেনী লাইন।

 

এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার রুটেও শীঘ্রই যাত্রা শুরু করবে এই পরিবহন সংস্থাটি। যৌক্তিক ভাড়ায় উচ্চমানের যাত্রীসেবা নিশ্চিত করাই সংস্থাটির মূল উদ্দেশ্য বলে জানান ফেনী লাইন কর্তৃপক্ষ।

 

এই বিষয়ে ফেনী লাইন ট্রান্সপোর্ট (প্রা:) লি: এর ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ শাহেদ চৌধুরী ইকোনোমিক নিউজ টোয়েন্টিফোরকে বলেন, “মূলত ফেনী জেলার মানুষকে উন্নত মানের পরিবহন সেবা দিতেই আমরা আমাদের যাত্রা শুরু করেছি। ফেনীতে এমন একটি পরিবহন সেবা পাওয়া এখানকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আর সেজন্যই আমাদের এই পরিবহন সংস্থাটি আত্নপ্রকাশ করেছে। আমরা চেষ্টা করেছি স্বল্পমূল্যে যাত্রীদের উন্নত মানের সেবা নিশ্চিত করতে। আর তাই তো ন্যায্যমূল্যে ভাড়া নির্ধারণের পাশাপাশি আমাদের পরিবহনের গুণগত মান নিশ্চিতেও আমরা জোর দিয়েছি। আশা করি ফেনী জেলার মানুষের কাছে ফেনী লাইন একটি বিশ্বস্ত পরিবহন হিসেবে পরিচিতি পাবে।”

 

ফেনীতে ইতোপূর্বে ‘স্টার লাইন’ নামক কেবল একটি বাস কোম্পানী চালু ছিল যাদের বিরুদ্ধে উচ্চ ভাড়া, যাত্রী হয়রানিসহ আরো নানা অভিযোগ রয়েছে। সর্বশেষ গত এপ্রিলে স্টার লাইন কর্তৃপক্ষ কর্তৃক এক যাত্রীকে মারধরের ঘটনায় ফুঁসে ওঠে ফেনী জেলার মানুষ। সেসময় তারা মানববন্ধন করে ফেনীতে বিকল্প বাস সার্ভিস চালু করার দাবি জানায়। আর এরই ফলশ্রুতিতে আগামী পহেলা জুন থেকে চালু হতে যাচ্ছে ফেনী লাইন।