রবিবার   নভেম্বর ২ ২০২৫   ১৮  কার্তিক  ১৪৩২


বাংলাদেশ ইসলামি ব্যাংকের বিরুদ্ধে আদালত সমন জারি করছে

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Oct-31 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 116
ছবি

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের টার্মিনেশন অবৈধ ঘোষণা ও নতুন নিয়োগ স্থগিত রাখতে আদলতে মামলা দায়ের করেছেন চাকরিচ্যুত কর্মকর্তারা।

এ মামলায় ইসলামী ব্যাংকের বিরুদ্ধে আদালত সমন জারি করেছে। ঢাকা পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ আবু ইউসুফ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে সমন জারি করেছেন। বিবাদীদের আগামী ১৪ জানুয়ারি আদালতে হাজির থাকতে বলা হয়েছে।  আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ মামলাটি দায়ের করেন ইসলামী ব্যাংকের অবৈধভাবে চাকরিচ্যুত কর্মকর্তা এসএম এমদাদ হুসাইন ও আরফান উল্লাহ। ব্যাংকে নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত এবং চাকরিচ্যুতদের যাতে পুনর্বহাল হয় এ দাবি জানানো হয়েছে মামলার আরজিতে। মামলা নম্বর ৬১৩/২০২৫। আদালত মামলাটি আমলে নিয়ে ইতোমধ্যেই ব্যাংকের বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। মামলার আরজিতে উল্লেখ্য করা হয়,বাংলাদেশের  রাজনৈতিক কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে রোষাণলের শিকার হয়ে ইসলামি ব্যাংকের চট্টগ্রাম পটিয়া অঞ্চলের প্রায় পাঁচ হাজার কর্মকর্তা আজ দুঃসহ জীবনযাপন করছেন। সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চাকরিজীবীদের চাকরিচ্যুতির পর নতুন করে কর্মকর্তা নিয়োগের চেষ্টা চালাচ্ছে। আগামী ১ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে। এই সিদ্ধান্তে কর্মকর্তারা ক্ষুব্ধ। চাকরিচ্যুতির প্রক্রিয়া অবৈধ ও বেআইনী এবং এটি ব্যাংকের এখতিয়ারবহির্ভূত। তাই চাকরিচুতি অবৈধ ও নতুন নিয়োগ স্থগিত দাবি করা হয়েছে মামলায়। এ মামলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব দি জোন, চট্টগ্রাম উত্তর জোনকে বিবাদী করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাছুম নিরালা টিভি কে বলেন, আমরা বৃহস্পতিবার মামলা দায়ের করেছি। মামলায় আগামী জানুয়ারি মাসের ১৪ তারিখে বিবাদীদের হাজির থাকতে বলা হয়েছে। মামলার আরজিতে সম্প্রতি চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহাল ও নতুন নিয়োগ স্থগিত চাওয়া হয়েছে। আশা করছি, আদালত আমাদের পক্ষেই রায় দিবেন।  এ মামলার বাদী এসএম এমদাদ হুসাইন নিরালা টিভি কে বলেন, ইসলামী ব্যাংক একদিকে চাকরিচ্যুত করছে, অন্যদিকে নতুন নিয়োগ দিচ্ছে। সম্পূর্ণ বেআইনীভাবে বর্তমান বোর্ড যেমন ইচ্ছা তেমন করে যাচ্ছে। আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাই। তাই শুক্রবার (৩১ অক্টোবর) মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে।সকলের উপস্থিতি কামনা করছি,