সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


মৌলভীবাজার এ, এনা পরিবহনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

Admin user

Updated 23-Dec-24 /   |   Admin   Read : 91
এনা


বাবলু আচার্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধি ।


এনা ট্রান্সপোর্ট প্রাঃ লিঃ এর পক্ষ থেকে ৫০০শত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ। 
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড মনাই উল্ল্যা উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ভানু লাল রায় চেয়ারম্যান শ্রীমঙ্গল উপজেলা পরিষদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনা ট্রান্সপোর্টের এ,জি,এম সাইফুল ইসলাম রানা, ট্রেইনার মোঃ মিজানুর রহমান,ও মোঃ জসিম উদ্দিন ম্যানেজার এনা ট্রান্সপোর্ট প্রাঃলিঃ
 আরও উপস্থিত ছিলেন, মোঃ আবুতালেব বাদশা, যুগ্ম আহবায়ক বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ, মোঃ মহসিন আহমদ ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ার ম্যান এবং এনা ট্রান্সপোর্ট কতৃপক্ষ শ্রীমঙ্গল কাউন্টার ও ইসমাইল হোসেন(এনা ট্রান্সপোর্ট কতৃপক্ষ) সুধীর দাশ (এনা ট্রান্সপোর্ট কতৃপক্ষ)
মোঃ নুরুল আমিন সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখা
 সংরক্ষিত মহিলা সদস্যা মিসেস মালেকা বেগম, সংরক্ষিত মহিলা সদস্যা মিসেস রীনা বেগম প্রমুখ।
এতে ট্রান্সপোর্ট কতৃপক্ষ সাইফুল ইসলাম রানা বলেন আমরা প্রতিবৎসর মানবিক সহায়তায় আপনাদের পাশে ছিলাম, আছি আগামীতে আরও বেশি থাকতে পারি 
আপনারা এ জন্য দোয়া করবেন। 
জনাব আবুতালেব বাদশা বলেন,
এনা ট্রান্সপোর্ট কতৃপক্ষ শ্রীমঙ্গলে শীতার্ত মানুষের মধ্যে ৫০০কম্বল বিতরন করে আমাদের কে অনেক প্রফুল্ল করেছে। 
এদিকে মহসীন আহমদ বলেন আমরা ট্রান্সপোর্ট কতৃপক্ষ সবসময় শীতার্ত মানুষের পাশে আছি এবং থাকব। 
ইসমাইল হোসেন বলেন আমাদের ট্রান্সপোর্ট আগামীতে আরও গরীব দুঃখী মানুষের মধ্যে ভিন্ন কিছু নিয়ে আপনাদের কাছে আসবে। 
সর্বশেষ বক্তব্য নিয়ে উপজেলা চেয়ারম্যান বাবু ভানু লাল রায় বলেন 
আজ আমরা আনন্দিত এনা ট্রান্সপোর্ট কতৃক এধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয় আমরা আগামীতে আরও বেশী কিছু আশা করছি। 
এবং এমডি খন্দকার এনায়েত উল্লাহর জন্য দোয়া ও আশীর্বাদ করবেন বলে কম্বল বিতরণ শুরু করলেন।