মোঃ আব্দুল সামাদ বিশ্বাস, খুলনা প্রতিনিধি।
"০১দফা" দাবি বাস্তবায়নের লক্ষ্যে- "লিফলেট বিতরণ ও গণসংযোগ" খুলনা মহানগর বিএনপি'র নগরীর ২২নং ওয়ার্ডের কাগজী বাড়ির সামনে হতে শুরু হয়, ওইখানের স্থানীয় বিভিন্ন বেকারি, মিল কারখানা, ডকইয়ার্ডে কর্মজীবী মানুষের মধ্যে, অবদার দুই পাশের বস্তিবাসী,বাস পট্টি উপস্থিত ক্রেতা বিক্রেতা, অটোচালক কোষ শ্রমজীবী মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়, দুপুর-১.৩০ মিনিটে শুরু হওয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি'র যুগ্ম-আহবায়ক শের আলম সান্টু, মোঃ মাসুদ পারভেজ বাবু চৌধুরী হাসানুর রশিদ মিরাজ,খুলনা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন,বিএনপি নেতা, এইচএম আসলাম, মনজুরুল আলম, আমিন আহমেদ, মোঃ মুরাদ, আব্দুল আল মামুন, মোঃ জাহিদ হোসেন, যুবদল ও ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, সৈয়দ ইমরান, খান সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, সৈয়দ তানভীর আহমেদ,শেখ শামসাদ হোসেন আবিদ, সাইফুর রহমান হাইসাম, ইয়ামিন আনাম অনিক, সৈকত হোসেন উজ্জ্বল প্রমুখ।