সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনে সহযোগিতাকারী সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-02 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 128
রিস্ট
রিস্ট

সম্প্রতি আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনে সহায়তা করার অভিযোগে ২৮ জন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় ইতিমধ্যে এদের একটি তালিকা তৈরি করেছে এবং পরবর্তীতে আরও নাম যুক্ত করা হবে।

জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত অনেক সাংবাদিক এখনও তালিকাভুক্ত হয়নি। যাচাই-বাছাইয়ের পর তাদের নামও অন্তর্ভুক্ত করা হবে।

তালিকায় থাকা সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো: নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন), সন্তোষ শর্মা (কালবেলা), ফরিদা ইয়াসমিন (জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি), জায়েদুল হাসান পিন্টু (ডিবিসি নিউজ), সুভাষ সিং রায় (এবিএন নিউজ), জাহিরুল আলী (কালের কণ্ঠ), এবং আরও অনেকে।

মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের পরামর্শে প্রাথমিক তালিকা থেকে কিছু নাম বাদ দেওয়া হয়েছে, তবে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসনে সহযোগিতাকারী সাংবাদিকদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।