শনিবার   এপ্রিল ২৬ ২০২৫   ১৩  বৈশাখ  ১৪৩২


শিরোনাম : রসুলপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে উঠান বৈঠক করলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ডা: মো: ছালেক চৌধুরী।

মো: মাসুদ রানা

Updated 25-Apr-25 /   |   নিয়ামতপুর (নওগাঁ) উপজেলা   Read : 27
নিয়ামতপুর উপজেলা রসুলপুর ইউনিয়ন থেকে সংগৃহীত
নিয়ামতপুর উপজেলা রসুলপুর ইউনিয়ন থেকে সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা তুলে ধরতে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিয়ামতপুর উপজেলার ৫ নং চাকলা স্কুল মাঠে আয়োজিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪৬/১ আসনের সাবেক সংসদ সদস্য,এমপি বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ ছালেক চৌধুরী। তিনি বলেন, "দেশে সুশাসন, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা রূপরেখা দিয়েছে, তা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য আবু তাহের।
বিশেষ বক্তা ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম চৌধুরী বাদশা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৫ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী (সুজা)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫ নং রসুলপুর ইউনিয়ন যুবদলের নেতা এমদাদুল হক কাফি।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, মাসুদ চৌধুরী, তানভীর চৌধুরী, খোকন, পলাশ, মান্নান মাস্টার এবং ৬ নং পাড়ইল ইউনিয়নের আব্দুল হাই।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের দুর্ভোগ এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে আগামী দিনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।