বুধবার   এপ্রিল ২৩ ২০২৫   ১০  বৈশাখ  ১৪৩২


টেকনাফে মোবাইল চুরির অপবাদে গণপিটুনিতে যুবক নিহত

Shahin Alam

Updated 25-Apr-20 /   |   টেকনাফ (কক্সবাজার) উপজেলা প্রতিনিধি   Read : 127

নাফ প্রতিনিধি//

কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত নজিমুল্লাহ ওই এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে নজিমুল্লাহকে কয়েকজন মিলে মারধর করেন। এ সময় তার হাতে থাকা একটি ধারালো ছুরি ধস্তাধস্তির মধ্যে তার নিজের বুকের ডান পাশে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর বলেন, নজিমুল্লাহ পূর্বেও চুরির অভিযোগে অভিযুক্ত ছিলেন এবং এলাকায় তার বিরুদ্ধে একাধিকবার বিচার হয়েছে। কিন্তু কোনোভাবেই তাকে এভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা ন্যায়সংগত নয়। আইন হাতে তুলে নেওয়া চলতে পারে না।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈমা সিফাত জানান, নিহত যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার বুকের ডান পাশে গভীর ছুরিকাঘাত ছিল।