সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর আয়োজনে পটিয়া মেট্টোর মাসিক এফ মিটিং সম্পন্ন করছেন(DMD) জনাব তামজিদুল আলম

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Oct-17 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 113
পটিয়া মেট্রো (৩২০)
পটিয়া মেট্রো (৩২০)

চট্টগ্রাম  পটিয়া মেট্রোর উদ্যোগে,
 পটিয়ার একটিভ FA দের কে নিয়ে পটিয়া মেট্রো   অফিসে FA Development Meeting আয়োজন করা হয়েছে এতে নতুন ও পুরাতন এফ লির্ডাস ক্লাব করা লিডার দের জীবন থেকে নেওয়া কিছু অভিজ্ঞতা সকলের মাঝে উঠে এসেছে,সামনের দিনে মিথ্যা তত্ত্ব দিয়ে বীমা না করার উপদেশ দেন সিনিয়র লিডারগন, 
সোনালী লাইফ ইনসুরেন্সের এমন একটি কোম্পানি যা কমিটমেন্ট রক্ষায় ও গ্রাহক সেবায় স্মার্ট টেকনোলজিস ব্যাবহারে গ্রাহকের ডিউ ডেইটে পেমেন্ট করেন ৭ দিনে ভিতর, সোনালী  লিডার গন আরো বলেন গ্রাহক সেবার দোরগোড়ায় বর্তমানে সোনালী বীমা জগতে বাংলাদেশের নাম্বার ওয়ান রয়েছেন,বলে গ্রাহক সেবা সম্পন্ন করা হয়েছে। 

আমাদের মাঝে আজকের  প্রধান মেহমান হিসাবে  উপস্থিত ছিলেন সোনালী লাইফের( DMD) জনাব তমজিদুল আলম স্যার। 

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার জনাব মিজানুল করিম স্যার। সকলের উপস্থিতি এফ ও নতুন নতুন মাঠ কর্মিদের উপস্থিতি সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য পটিয়া মেট্রোকে ধন্যবাদ জানাচ্ছি।