সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


সুন্দরবন: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলের জীববৈচিত্র্য

M MOHAMMAD OMOR

Updated 24-Oct-25 /   |   শরণখোলা (বাগেরহাট) উপজেলা প্রতিনিধি   Read : 73
সুন্দরবন এর প্রাকৃতিক দৃশ্য।
সুন্দরবন এর প্রাকৃতিক দৃশ্য।

সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যার মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার এবং এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত। বাংলাদেশের সুন্দরবনের আয়তন ৬,৫১৭ বর্গ কিলোমিটার, যা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়ে গঠিত। ভারতের অংশটি পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা জেলায় অবস্থিত। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।

 

সুন্দরবনের জীববৈচিত্র্য অনেক সমৃদ্ধ, যেখানে ১,৮৭৪ বর্গকিলোমিটার জলাকীর্ণ অঞ্চল রয়েছে। রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন প্রজাতির প্রাণী যেমন চিত্রা হরিণ, কুমির, সাপ ও প্রায় ২৭০ প্রজাতির পাখি এখানে বাস করে। উদ্ভিদজগতেও সুন্দরবন বৈচিত্র্যময়, এখানে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ রয়েছে। ভ্রমণকারীদের জন্য করমজল, হিরণ পয়েন্ট, কটকা বিচ, শরণখোলা এবং দুবলার চর অন্যতম আকর্ষণীয় স্থান। এই বনাঞ্চল রক্ষায় সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।