শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২২  চৈত্র  ১৪৩১


মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

SK Samiul Islam

Updated 25-Apr-05 /   |   মেহেরপুর সদর (মেহেরপুর) উপজেলা প্রতিনিধি   Read : 8

 


মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ।
এমএ খালেক গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ৫ আগষ্টের পর তিনি চেয়ারম্যান পদ থেকে অপসারণ হন।

পুলিশের একটি সুত্রে জানা গেছে, এমএ খালেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার প্রধান আসামি হিসেবে গত ২৪ অক্টোবর র্যাবের হাতে আটক হয়েছিলেন এমএ খালেক। জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতেই বসবাস করছিলেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে সে বিষয়ে পরে জানানো হবে।