মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সুয়ালক বান্দরবানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের
পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫, ৪এপ্রিল শুক্রবার বিকেলে সুয়ালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি।
বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মহুরি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ম্যা ম্যা নু মারমা, জেলা পরিষদ সদস্য রাজুময় তঞ্চঙ্গ্য,জেলা পরিষদ সদস্য উবাথোয়াই মামা।
বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বান্দরবান পর্যটন মোটেলের সমন্বয়ক শোয়াইব আহমেদ ফারুকী, বান্দরবান সদর উপজেলা পরিষদ সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু মারমা,উপজেলা সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার, সাংবাদিক মুহাম্মদ আলী। বান্দরবান সুয়ালক সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম শিক্ষক মো:জসিম উদ্দিন,মো:জাহিদ প্রমুখ।
অতিথিরা বক্তব্যে বলেন, আজকের এই মহতী উপলক্ষে, আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজ আমরা একত্রিত হয়েছি সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সুয়ালক,বান্দরবানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। এই অনুষ্ঠান আমাদের সকলের জন্য একটি বিশেষ দিন,যেখানে আমরা একে অপরের সাফল্য ও অর্জন উদযাপন করছি।
আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা যেভাবে নিজেদের প্রতিভা এবং দক্ষতা দিয়ে সমাজে অবদান রাখছেন, তা আমাদের জন্য এক অনুপ্রেরণা। তারা প্রমাণ করেছেন,শারীরিক প্রতিবন্ধকতা কোনোভাবেই স্বপ্ন এবং লক্ষ্য পূরণের পথে বাধা হতে পারে না।
আজকের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে পরিশ্রম, অধ্যবসায় এবং সাহস দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিজয়ীরা তাদের পুরস্কার পেয়েছেন, কিন্তু আমি মনে করি,প্রতিটি অংশগ্রহণকারী আমাদের কাছে বিজয়ী।
এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি সুন্দর স্মৃতি তৈরি করছি যা ভবিষ্যতেও আমাদের উৎসাহিত করবে। আমরা একসাথে ভবিষ্যতে আরও সফলতা এবং অর্জন অর্জনের লক্ষ্যে এগিয়ে যাব। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।