শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


নওগাঁয় ঈদের ছুটিতেও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মিলছে সেবা

মোঃ আরাফাত আলী

Updated 25-Apr-05 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 177

নওগাঁয় ঈদের ছুটিতেও মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও সেবাকেন্দ্র সমূহে সেবা প্রদান অব্যহত রয়েছে।

 

পবিত্র ঈদ-উল ফিতরের চলমান ০৯ দিন ছুটি উপেক্ষা করেই পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা নিরবচ্ছিন্ন ভাবে কর্মস্থলে সেবা প্রদান করছেন। ছুটির সময় সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতা, গর্ভবতী মা,শিশু ও তাদের পরিবার।

 

সংশ্লিষ্টরা জানান, নওগাঁ মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহে সেবাদান স্বাভাবিক ছিল। শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে সাধারণ রোগী সেবা, প্রসব কালীন সেবা,শিশু(০-৫) সেবা,বয়োসন্ধিকালীন সেবা,কৈশোরকালীন প্রজনন সেবা,প্রসবোত্তর সেবা, স্যাটেলাইট ক্লিনিক সেবাসহ সকল প্রকার প্রাত্যহিক সেবা প্রদান করা হয়েছে। এ ছাড়াও প্রসব পরবরবতী কাউন্সিলিং,নবদম্পতিদের পরিবার পরিকল্পনা সেবা প্রদান অব্যাহত রয়েছে।

 

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সুযোগ্য উপপরিচালক জনাব গোলাম মোঃ আজম জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় ঈদের ছুটিতেও সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।এছাড়াও সহকারী পরিচালক(পঃপঃ) জনাব শামীমা আক্তার ও সহকারী পরিচালক(সিসি)জনাব ডা.মামুনাল হক মহোদয়ও সর্বক্ষণ মূল্যবান নির্দেশনা প্রদান করেছেন

 

উপপরিচালক মহোদয় আরো বলেন, জেলা ও উপজেলা কর্মকর্তাদের তদারকিতে মাঠপর্যায়ের কর্মচারীরা ঈদের ছুটিতেও সেবাদান কার্যক্রম অব্যাহত রেখেছেন। ছুটির মধ্যেও সেবা পেয়ে সন্তুষ্ট রোগীরা। পরিবার পরিকল্পনা বিভাগের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রহমান প্রমানিক এর ঐকান্তিক প্রচেষ্টা ও সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীগণের অক্লান্ত পরিশ্রমে ছুটিকালীন সকল প্রকার সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।তিনি সকলকে প্রোগ্রাম সফল করার জন্য আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

 

নওগাঁ মা ও শিশু কল্যাণ,উকিলপাড়া নওগাঁয়ও অনুরুপ সেবা প্রদান অব্যাহত রয়েছে। মেডিকেল অফিসার(ক্লিনিক) জনাব মোছাঃ মৌসুমি প্রামাণিক এবং মেডিকেল অফিসার(অ্যানেস্থিসিয়া) জনাব মোঃ মেহেদী মাহবুব পাভেল বলেন যে,এখানে নিয়মিত গর্ভবতী মায়েদের চেকআপ, গর্ভকালীন সেবা ও গর্ভত্তোর সেবা প্রদান করা হচ্ছে এবং বিগত ৫ দিনে ৭ জন মায়ের প্রসব করানো হয়েছে। তাঁরা এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন।