গোপালপুরে শিবিরের মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান,গোপালপুর(টাংগাইল) সংবাদদাতাঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের মিলনমেলা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের পরের দিন মঙ্গলবার (১এপ্রিল) সকাল ৯টায় পৌরশহরের স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে গোপালপুর উপজেলা জামায়াতে ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার আমির মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ।
প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল জেলা সেক্রেটারী এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক আতাউর রহমান।
অধ্যাপক মাজহারুল ইসলাম ও ফরহাদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গোপালপুর উপজেলার সভাপতি মোঃ নাঈম ইসলাম। নগদা শিমলা ইউনিয়নের জামায়াতের আমির মোঃ জুলহাস উদ্দিন, সাবেক শিবির সদস্য এড. আবু হানিফ, সাবেক কেন্দ্রিয় কার্যকরি পরিষদ সদস্য সাফিউল আলম, গোপালপুর উপজেলা সেক্রেটারী মোঃ ইদ্রিস হোসেন, আলমনগর ইউনিয়নের আমির রফিকুল ইসলাম বাদশা প্রমূখ।
এ সময় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটি মিছিল নিয়ে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।