গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের নিতাই কবিরাজ পাড়া থেকে নীলফামারী টেক্সটাইল (সুটি পাড়া) যাওয়ার পথে মোঃ শান্ত ইসলাম নামে ১৪ বছরের একটি ছেলে হারিয়ে গেছে। তার পরনে ছিল কালো টি-শার্ট এবং সাথে একটি বাইসাইকেল ও স্কুল ব্যাগে বই পত্র ছিল।
ছেলেটির পিতার নাম মোঃ ডাব্লু মাহমুদ এবং মাতার নাম রেহানা বেগম। তার নানার বাড়ি কিশোরগঞ্জের কবিরাজ পাড়ায় এবং নিজ বাড়ি নীলফামারী টেক্সটাইল সুটিপাড়ায়। নানার বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
কোনো স্বহ্রদয়বান ব্যক্তি যদি শান্ত ইসলামের খোঁজ পেয়ে থাকেন, তাহলে দয়া করে নিচের নাম্বারগুলিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:
মোবাইল:
01705871414
01315187679
01767521063
বি:দ্র:
অনুগ্রহ করে খবরটি ছড়িয়ে দিতে সাহায্য করুন।