বুধবার   এপ্রিল ৩০ ২০২৫   ১৬  বৈশাখ  ১৪৩২


বান্দরবানে র‌্যাবের হাতে অবৈধ কাঠ চোরাচালানকারী আটক।

Romjan Ali

Updated 25-Apr-26 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 16
বান্দরবানে র‌্যাবের হাতে অবৈধ কাঠ চোরাচালানকারী আটক।

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি 

 

 

পার্বত্য বান্দরবানে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পাচারকালে এক চোরাচালানকারীকে আটক করেছে র‌্যাব। এসময় ৬০ টুকরো অনুমোদনহীন সেগুন গোল কাঠ জব্দ করা হয়।

 

আজ শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকালে শহরের মেঘলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১৫ এর একটি দল।

 

র‌্যাব জানায়, মেঘলা এলাকায় অবৈধভাবে বনের কাঠ পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ৬০ টুকরো সেগুন গোল কাঠসহ এক পাচারকারীকে আটক করা হয়। পরে বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা গিয়ে কাঠগুলো জব্দ করে বন বিভাগের অফিসে নিয়ে আসেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে বিভিন্ন মাধ্যমকে চাঁদা দিয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধ কাঠ পাচার করে আসছিল। তারা বিভিন্ন বনাঞ্চলের গাছগাছালি কেটে পাহাড়কে মরুভূমি করাসহ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে আসছিল।

 

এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

 

এ বিষয়ে র‌্যাব-১৫ সিপিসি’র কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার তৌহিদ বলেন, বনের কাঠ পাচারকালে একজন পাচারকারীসহ কাঠ জব্দ করেছি। বন বিভাগ ও আমরা যৌথভাবে মামলা দায়ের করবো। বনের কাঠ ও বনজ সম্পদ রক্ষায় আমরা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করবো।