দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার নামে ভুঁয়া আইডি খুলে নিয়োগের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।
নিয়োগের আশায় প্রতারিত ভুক্তভোগীরা পত্রিকার বার্তা বিভাগে যোগাযোগ করলে বিষয়টি পত্রিকা কর্তৃপক্ষের নজরে আসে। এবং দ্রুত আইনি প্রক্রিয়ায় সমাধানের আশ্বাস দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানিয়েছেন, ফেসবুকে আজকালের কণ্ঠ পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তিনি ওই ভুঁয়া আইডির সাথে যোগাযোগ করলে প্রতারক তার থেকে নিয়োগপত্র, আইডি কার্ডের কথা বলে ২৫০০টাকা নিয়ে পরবর্তীতে তাকে ফেসবুকে ব্লক করে দেয়। এমন আরো কয়েকজন ভুক্তভোগী আজকালের কণ্ঠ পত্রিকার বার্তা বিভাগে যোগাযোগ করেছেন। তারা প্রত্যেকেই ২হাজার থেকে ৫হাজার পর্যন্ত টাকা দিয়েছেন নিয়োগের আশায়।
এ বিষয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মিজানুর রহমান মিজান জানিয়েছেন, "https://www.facebook.com/DailyAjkalerKontho" ইহা ব্যতীত আমাদের কোনো ফেইসবুক পেইজ নেই। ভুঁয়া আইডির ব্যাপারে একাধিক অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর থেকে আমরা ওই ভুঁয়া আইডি কে চালায় সেটা খুঁজে বের করার চেষ্টায় রয়েছি। আইডিগুলোর নামে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দেওয়া হয়েছে। আশা করি দ্রুতই আইডিগুলো সনাক্ত করে, প্রতারকচক্রকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
এছাড়াও নিয়োগ সংক্রান্ত কিংবা যে কোনো বিষয়ে ওয়েবসাইটে দেওয়া নাম্বারে কিংবা সরাসরি অফিসে যোগাযোগ করতে বলেছেন পত্রিকাটির সম্পাদক।