বুধবার   এপ্রিল ৩০ ২০২৫   ১৬  বৈশাখ  ১৪৩২


শিরোনাম : নওগাঁ নিয়ামতপুরে সরকারি জমি দখল করে প্রাচীর নির্মাণ, ভোগান্তিতে শতাধিক গ্রামবাসী।

মো: মাসুদ রানা

Updated 25-Apr-27 /   |   নিয়ামতপুর (নওগাঁ) উপজেলা   Read : 183

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এর ফলে শতাধিক গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

ভুক্তভোগী হেলাল উদ্দীন ও গ্রামের অন্যান্য বাসিন্দারা মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল ২৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে নিয়ামতপুর উপজেলা সার্ভেয়ার মো: মইনুল হোসেন ঘটনাস্থলে জায়গা জমির পরিমাপ করেন। মাপজোকের সময় সরকারি খাস জমি দখলের প্রমাণ পাওয়া যায়। এবং সেখানে নির্মিত ইটের প্রাচীরের সত্যতাও নিশ্চিত হয়।

সার্ভেয়ার জানান, আফালের বাড়ির পাশে সাড়ে ৩ ফিট, এনামুল ও ভুট্টোর জায়গায় ৭ ফিট এবং নজরুলের অংশে সাড়ে ৫ ফিট জমি দখল হয়েছে। সব মিলিয়ে মোট ১৬ ফিট সরকারি রাস্তা দখল করা হয়েছে, যা গ্রামের মানুষের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে।

এ বিষয়ে গ্রামবাসী সহ বাদী হেলাল উদ্দীন বলেন, “দীর্ঘদিন ধরে তারা এই জায়গা দখল করে রেখেছে। আমরা বারবার সালিশের মাধ্যমে তাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো কথা শোনেনি। এখন গায়ের জোরে রাস্তা পুরোপুরি দখল করে রেখেছে।”

তিনি আরও বলেন, “আমরা কৃষক মানুষ। কৃষিকাজ না করতে পারলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ধান কেটে খলানে জমা দিয়েছি, কিন্তু রাস্তা বন্ধ থাকায় ধান মাড়াই মেশিন আনা যাচ্ছে না। এতে আমরা চরম দুর্ভোগে পড়েছি।”

গ্রামবাসীরা জানান, তারা যেন দ্রুত সরকারি উদ্যোগে রাস্তাটি পুনরুদ্ধার করতে পারেন এবং নির্বিঘ্নে কৃষিকাজ চালিয়ে যেতে পারেন — এ জন্য সুষ্ঠু তদন্ত ও দ্রুত প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন।