মঙ্গলবার   মে ১৩ ২০২৫   ৩০  বৈশাখ  ১৪৩২


সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেফতার

সৈয়দ সালেহ উদ্দিন

Updated 25-May-13 /   |   News reporter   Read : 26
সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেফতার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রবেশ করেন মমতাজ বেগম। পরবর্তীতে ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

------------ছবি সংগ্রহীত----------