বুধবার   মে ৭ ২০২৫   ২৩  বৈশাখ  ১৪৩২


ষড়যন্ত্র প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে পিসিসিপি বান্দরবান সরকারি কলেজ শাখা।

Romjan Ali

Updated 25-May-06 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 55
ষড়যন্ত্র প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে পিসিসিপি বান্দরবান সরকারি কলেজ শাখা।

 

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি 

পার্বত্য চট্টগ্রামে চলমান সম্প্রীতির পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, “আমরা সবসময় পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির পথে চলার চেষ্টা করি। কিন্তু একটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে পাহাড়ি-বাঙালি জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা এই অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকব।”

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, সরকারি কলেজ শাখার আহবায়ক মো. রফিক, যুগ্ম আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম, কমিটির সদস্য রাজু, জয়  এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।