সোমবার   নভেম্বর ৩ ২০২৫   ১৯  কার্তিক  ১৪৩২


চট্টগ্রাম পটিয়া থানায় ৫৭ মামলার পলাতক আসামি রুহুল আমিন গ্রফতার

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Nov-02 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 61
ছবি
ছবি

সিলেট থেকে ১০ মামলার কারাদণ্ডপ্রাপ্ত ও ৪৭টি মামলার পলাতক আসামি মোহাম্মদ রুহুল আমিন (৫৩)কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।শনিবার (১ নভেম্বর) রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোহাম্মদ রুহুল আমিন পটিয়ার উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের  শাহগদি মার্কেট এলাকার    আবদুস সালামের পুএ। এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোঃ রাসেল জানান, দীর্ঘদিন পলাতক থাকা ১০ মামলার কারাদ-প্রাপ্ত ও ৪৭টি মামলার পলাতক আসামি মোহাম্মদ রুহুল আমিনকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি (সি আর) মামলা, ১টি (জি আর) মামলা ও ৪টি (সি আর) সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি ওয়ারেন্ট রয়েছে। 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় ১৯টি (সি আর) মামলা ও ৬টি সাজা ওয়ারেন্ট রয়েছে। 
এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ওয়ারেন্ট রয়েছে। রুহুল আমিন জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এলাকায় প্রভাব বিস্তার করে। জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অসিত বড়ুয়া ও হুইপ শামসুল হক চৌধুরীর ডান হাত হিসেবে  রুহুল আমিন। আওয়ামী লীগ ক্ষমতাই থাকার সময় পুলিশ রুহুল আমিনকে গ্রেপ্তারের কোন চেষ্টা করা হয়নি বলে এলাকার লোকজন সুএে জানায় যায়। সে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার বহু অপকর্মের জড়িত হয়ে পড়ে। কিন্তু তার গডফাদার এখনো পুলিশের ধরা ছুঁয়ার বাইরে রয়েছে বলে একাধিক সুএে প্রকাশ।