বুধবার   মে ৭ ২০২৫   ২৪  বৈশাখ  ১৪৩২


শিরোনাম : বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের ঢল — নেতৃত্বে ডা. মোঃ ছালেক চৌধুরী।

মো: মাসুদ রানা

Updated 25-May-06 /   |   নিয়ামতপুর (নওগাঁ) উপজেলা   Read : 20
ঢাকা গুলশান ২ থেকে সংগৃহীত
ঢাকা গুলশান ২ থেকে সংগৃহীত

বিস্তারিত : 

ঢাকা, ৬ মে ২০২৫ —
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর আজ স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। এ উপলক্ষে রাজধানীর গুলশানে তার ব্যক্তিগত বাসভবনের সামনে সকাল থেকেই বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে এবং স্বাগত জানাতে তারা উপস্থিত হন।

উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন তিনবারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ ছালেক চৌধুরী। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। আজ তাকে স্বচক্ষে দেখে আসতে পারা আমাদের সবার জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।”

ডা. ছালেক চৌধুরীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম চৌধুরী বাদশা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, রাসেল চৌধুরী, মাসুদ চৌধুরী এবং ছাত্রদলের সভাপতি গাজিউর রহমান গাজী। তারা জানান, দেশের মানুষ আবারও গণতন্ত্র ও আইনের শাসনের জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বের অপেক্ষায় রয়েছে।

দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা; পরিবেশ ছিল আবেগঘন ও উদ্দীপনাময়।

এ সময় উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জানান, খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন মাইলফলক স্থাপন করবে।