নওগাঁর পত্নীতলায় তারুণ্যের উৎসব-২০২৫ এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮জানুয়ারি) পত্নীতলা উপজেলার ২নং নির্মইল ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
'এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়' প্রতিপাদ্যকে সামনে রেখে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালার আয়োজন করেন নবনিযুক্ত প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আনারুল ইসলাম।
উক্ত কর্মশালার মূল উদ্দেশ্য হলো তরুণদের মাদক থেক দূরে রাখা, সুশিক্ষায় শিক্ষিত হওয়া, মানবিক মূল্যবোধ সৃষ্টি এবং মেয়েদেরকে ঘরে বসে না থেকে লেখাপড়ার পাশাপাশি কুটির শিল্পে আগ্রহী করা। এ সময় কুটিরশিল্প সম্পর্কে ধারণা দেওয়া, বিভিন্ন রকম খেলাধূলা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। পুরষ্কার বিতরন করেন প্যানেল চেয়ারম্যান মো:আনারুল ইসলাম।
এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে কর্মশালাটি সম্পন্ন হয়। এলাকাবাসীর পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনোয়ার হোসেন, রাজু, রুবেল, দিলি রানী ও নাথুর হাট ফুল বাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
চেয়ারম্যানের এমন উদ্যোগকে সাধুবাদ জানান ইউনিয়নের সর্বস্তরের মানুষ। এলাকাবাসীর মধ্যে একজন বলেন 'আনারুল ইসলাম চেয়ারম্যানের দায়িত্ব গ্রহনের পর থেকে এলাকার সার্বিক উন্নয়নের জন্যে কাজ করে যাচ্ছেন। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম অনেক উপকৃত হবে।'
নাথুর হাট ফুলবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান 'চেয়ারম্যান সাহেবের দিক নির্দেশনায় আজকের কর্মশালা যথাযথভাবে সম্পন্ন হয়েছে।মেয়েদের শিক্ষার পাশাপাশি কুটির শিল্পে আগ্রহী করে তোলার জন্যে আজকের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কর্মশালার মাধ্যমে এলাকার কিশোর-তরুণের পাশাপাশি তাদের অভিভাবকেরাও সচেতন হবে বলে জানান তিনি।
প্যানেল চেয়ারম্যান মো:আনারুল ইসলাম বলেন 'এলাকাবাসীর ভালোবাসার কারনে আজ তাদের প্রতিনিধি হতে পেরেছি৷ আজকের এই কর্মশালার মাধ্যমে আমি আমার এলাকার কিশোর-তরুন, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকদের সচেতন করার চেষ্টা করেছি যাতে আগামীর বাংলাদেশ সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠে। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা করে কিংবা কোনো কুটিরশিল্প বা হস্তশিল্পের মাধ্যমে তারা স্বাবলম্বীও হয়ে উঠতে পারবে। অভিভাবক এবং শিক্ষকদেরও তাদের সন্তান-শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ শিক্ষা দেওয়ার ব্যাপারেও উৎসাহিত করার চেষ্টা করেছি।