সোমবার   জানুয়ারী ১৩ ২০২৫   ২৯  পৌষ  ১৪৩১


মানবিতার দায়ে কম্বল বিতরণ।

Md.Aynul Islam

Updated 25-Jan-11 /   |   স্টাফ রিপোর্টার   Read : 11

মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রংপুর জেলার বদরগন্জ উপজেলার শ্যামপুরের কৃতি সন্তান আলীরাজ, সাবেক সদস্য সচিব , বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,বদরগন্জ পৌরসভা ও সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,রংপুর জেলা শাখা,মিজানুর রহমান,সাবেক ছাত্রদল নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়।হুজ্জাতুল ইসলাম, ম্যানেজার সেবা প্যাথলজিক্যাল সেন্টার।তারা গোপালপুর ইউনিয়নের শ্যাম্পুর হাট সংলগ্ন দিগন্ত মডেল স্কুল প্রাঙ্গনে কম্বল বিতরণ করেন।কনকনে শীতের ঠান্ডায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের কে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে, নিজ উদ্যগে বিতরণ করেন কম্বল। কনকনে ঠান্ডার মধ্যেও কম্বল নিতে আসে উপকার ভোগীরা। তারা কম্বল পেয়ে অনেক আনন্দিত হন এবং বলেন যে এই শীতের মধ্যে কম্বল দিয়ে হামার অনেক উপকার করিল।কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক শাহাজাহান বাদশা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসি ডক্টর মুস্তাক এলাহী।