মুক্ত মঞ্চ উপজেলা চত্বরে, নাগেশ্বরী, কুড়িগ্রামে আগামী ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে থানা সম্মেলন ও ইসলামী নাশিদ সন্ধা। দুপুর ২টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন এইচ.এম আশরাফুল ইসলাম, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন জনাব মুহাঃ হারিসুল বারী রনি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি কে.এম.এম আবুল হাসান।
ইসলামী নাশিদ সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন "কলরব" এর শিল্পী আবু রায়হান, তাওহীদ জামিল, আবির হাসান, তাহ্সিনুল ইসলাম এবং জনপ্রিয় নাশিদ শিল্পী আবু উবায়দা।
এই মনোমুগ্ধকর এবং সামাজিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ অনুষ্ঠানটি আয়োজন করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী থানা শাখা। আসুন এবং অংশগ্রহণ করে এই মহৎ উদ্যোগকে সফল করুন।