শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


চট্টগ্রাম পটিয়া বলৎকারের দায়ে আবু বক্কর ছিদ্দিক (২৮) পুলিশ হেফাজতে

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Jan-20 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 50
ছবি

চট্টগ্রাম পটিয়া বলৎকারের দায়ে  আবুবক্কর ছিদ্দিক (২৮) পুলিশ হেফাজতে


চট্টগ্রামের পটিয়া উপজেলায় বলাৎকারের অভিযোগে বাণিপুর শাহ রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক আবু বক্কর ছিদ্দিক (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজার জেলার পেকুয়া নানদিরপাড়া গ্রামের মৃত মনজুর আলমের পুত্র। গতকাল ১৯ জানুয়ারি রবিবার উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে এই বলাৎকারের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বলাৎকারের শিকার হওয়া শিশুর মামা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে সহযোগিতা চাইলে ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হন। পরে দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের বাণিপুর শাহ রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক আবু বক্কর ছিদ্দিক (২৪)কে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১১ জানুয়ারি প্রথম বলৎকারের শিকার হন ১৩ বছরের এক শিশু। গতকাল ১৯ জানুয়ারি রবিবার রাতে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হলে শিশুটি কৌশলে বিষয়টি পরিবারকে জানান। শিশুর মামা নাছির উদ্দীন এতিমখানার পরিচালনা কমিটিকে অবহিত করে ঘটনার সত্যতা পাওয়ায় এতিমখানা পরিচালনা কমিটির পরামর্শে পুলিশ কে জানিয়ে সহযোগিতা চান এবং বলাৎকারের অভিযোগে রাতে পটিয়া থানায় বাদী হয়ে একটি মামলা করেন। পটিয়া থানার উপ পরিদর্শক মো: কামরুজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত হুজুর ঘটনার সত্যতা স্বীকার করায় রবিবার রাতে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনা হবে।