শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ মুখ

Mahmud

Updated 25-Jan-20 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 38

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান তিন নেতা। 

সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

ওই তিন নেতা হলেন রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক ছাত্র আজিজুর রহমান আজাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ছাত্র আব্দুল মোহাইমেন এবং অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র মোস্তাকুর রহমান জাহিদ।

তাদের মধ্যে মোস্তাকুর রহমান জাহিদ রাবি শাখা ছাত্র শিবিরের বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন। এ ছাড়া আব্দুল মোহাইমেন রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি এবং আজিজুর রহমান আজাদ ২০২২ সেশনে রাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কার্যকরী পরিষদের সদস্য হওয়ার পাশাপাশি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে প্রচার সম্পাদক হিসেবে আজিজুর রহমান আজাদ এবং শিক্ষা সম্পাদক হিসেবে আব্দুল মোহাইমেন মনোনীত হয়েছেন।