শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


চট্টগ্রাম পটিয়া যুবলীগ নেতা রণধীর কে নিজ বাড়িতে কে-ই গ্রেফতার করছে পুলিশ

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Jan-20 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 40
ছবি

চট্টগ্রাম  পটিয়া উপজেলা দক্ষিণ ভূষি ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক রনধির দে’কে গ্রেফতার করেছে পটিয়া  থানার পুলিশ।শনিবার (১৮ জানুয়ারি) সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র ৪ আগস্টের  জনতার আন্দোলনে হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে বলে জানান।এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর নুর জানান,তাকে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রনধীরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যদি আরো  কেউ অভিযোগ করলে আরও নতুন করে মামলা দেয়া হবে বলে তিনি জানান।