শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


নওগাঁর পত্নীতলায় সাময়িক বহিষ্কৃত দুই বিএনপি নেতার বহিস্কার আদেশ প্রত্যাহার

মোঃ আরাফাত আলী

Updated 25-Jan-21 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 115

নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দুই নেতার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নওগাঁ জেলা শাখার অফিসিয়াল প্যাডে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত ওই দুই নেতার নামে প্রেরিত লিখত চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয় নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা পরিপন্থী কার্যকালাপের দায়ে ইতিপূর্বে পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে সাময়িক বহিস্কার করা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে যুক্ত না থাকার শর্তে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ সত্যতা নিশ্চিত করে বলেন তাদের দুজনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।