শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


ডাঃসাদীর মুক্তির দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে মানববন্ধন

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Jan-22 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 50
ছবি
ছবি

ডাঃ সাদীর মুুক্তির দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতাল প্রধান ফটকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন নেতৃবৃন্দের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন এর সহ-সভাপতি ডাঃ সাইফউদ্দিনের সভাপতিত্বে এবং ডাঃ আসাব মেহেরাজ ও ডাঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চমেক এর ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুর রব, ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ রেজাউল করিম নিপ্পন, সহকারী অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেন ঢালী, ডাঃ মাহমুদুর রহমান, ডাঃ ইফতেখার লিটন, ডাঃ মাহতাব উদ্দিন, ডাঃ ইসা চৌধুরী, ডাঃ রিফাত কামাল রনি, ডাঃ নাসিরুদ্দিন, ডাঃ মোনায়েম ফরহাদ, ডাঃ এস.এম. রিয়াসাদ শাহাবুদ্দিন।

বক্তারা বলেন ‘২৪-এর গণ-অভ্যুত্থানের সংগঠক ডাঃ সাদী, তাঁর শরীরে এখনও আঘাতে দাগ শুকায় নাই। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠক/যোদ্ধাকে কারাগারে প্রেরণের মত দুঃসাহস দেখিয়ে আপনার ভুল করছেন। ২৪ ঘন্টার মধ্যে ডাঃ সাদীকে মুক্তি দেওয়া না হলে, ইস্পাত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব চিকিৎসক সমাজ। ‘জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে এমনকি হতহতদের চিকিৎসা সেবা প্রদানে রাতদিন এক করে ফেলেছে নিজের জীবন বাঁজি রেখে। সাধারণ ছাত্র/ছাত্রীসহ সকল শ্রেণি পেশার মানুষকে বাঁচিয়ে রেখেছে বিপ্লব সফল হওয়ার পর সেই চিকিৎসকে কেন গ্রেপ্তার হতে হয়।

কোন অন্যায় ছাড়া বিনা অপরাধে এ গ্রেপ্তার বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় স্বৈরাচারী দোসরদের উৎসাহ দেওয়ার অংশ কিনা তা খতিয়ে দেখতে হবে উল্লেখ করে চিকিৎসক নেতারা বলেন ২৪ ঘণ্টার মধ্যে ডাঃ সাদীকে মুক্তি না দেওয়া হলে ২৪এর গণ-অভ্যুত্থানে আহতদের নিয়ে আন্দোলন করা হবে বলে হুশিয়ারী উচ্ছারণ করেন।এতে আরও সংহতি প্রকাশ করেন ডাঃ সাদ্দাম হোসেন, ডাঃ মেহেদী হাসান, ডাঃ মামুন, ডাঃ ইয়াসির, চমেক মেডিকেল ছাত্র ইরফান রহমান জিসান, লিখন সহ অসংখ্য পোস্ট গ্রাজুয়েট ট্রেইনী, ইন্টারনি চিকিৎসক এবং মেডিকেল ছাত্র ছাত্রী’র অংশ গ্রহণ প্রমুখ।