শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


নিয়মিত বিটরুট খাচ্ছেন, জানুন কী হয়

MD. Sayem Uddin

Updated 25-Jan-26 /   |   স্টাফ রিপোর্টর   Read : 128
সংগৃহীত

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেক রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। শীতে বিট খেলে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। এজন্য বেছে নিতে পারেন বিট ভাজা।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
বিট খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। বিটে নাইট্রেট ভালো পরিমাণে পাওয়া যায়, যা রক্তচাপ কমাতে সক্ষম।

ওজন কমানো
যদি আপনিও ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভোগেন, তাহলে বিট খেলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে দ্রুত। কারণ বিটে ক্যালোরির পরিমাণ কম থাকে, যার কারণে আপনার ওজন বাড়ে না।

ডায়াবেটিসে উপকারী
বর্তমানে ডায়াবেটিস রোগী ঘরে ঘেরে। ডায়াবেটিস রোগীদের তাদের খাবার ও পানীয়ের প্রতি ভালোভাবে খেয়াল রাখা জরুরি। যাতে তাদের রক্তে শর্করার মাত্রা না বাড়ে। যাদের এই সমস্যা আছে তারা তাদের খাদ্যতালিকায় বিট অন্তর্ভুক্ত করতে পারেন। এতে উপকার পাবেন।

হজমশক্তি ভালো হয়
বিটে ফাইবারও থাকে, যা আমাদের হজমের জন্য ভালো বলে মনে করা হয়। এর ব্যবহার পেটের সমস্যা যেমন গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক।