শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁতে

মোঃ আরাফাত আলী

Updated 25-Jan-26 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 33

নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা বাতাসে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে।

রবিবার (২৬জানুয়ারি) নওগাঁর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ৮দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

হিমেল হাওয়া, কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কাজের সন্ধানে বের হওয়া নিম্ন আয়ের মানুষের রোজগার কমে গেছে। শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাদের পড়তে হচ্ছে বিপাকে। তীব্র ঠান্ডায় ভরা মৌসুমে কৃষিকাজে যেতে পারছেন না কৃষকেরা। অনেকে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। সকাল ৮টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিলো চারপাশ। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। 

এদিকে শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে বহির্বিভাগে রোগীর চাপ অনেকটাই বেড়েছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আকাশে মেঘ না থাকায় আজ কুয়াশার পরিমাণ কম ছিলো। দিনভর সূর্যের দেখা মিললেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।