শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


রাবিতে জুলাই বিপ্লব স্মৃতি সংগ্রহ হচ্ছে

Mahmud

Updated 25-Jan-27 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 72

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই বিপ্লবের স্মৃতি সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাবি শহীদ স্মৃতি সংগ্রহশালায় একটি স্বতন্ত্র গ্যালারিতে এই সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শন করা হবে। সেই লক্ষ্যে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আজ সোমবার শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করে এই বিষয়ে গঠিত কমিটির পরামর্শ অনুযায়ী সংগ্রহশালার প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ অংশে জুলাই বিপ্লবের স্মৃতি সংগ্রহ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সংগ্রহশালা পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।