নওগাঁর রানীনগরে বিএনপির উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭জানুয়ারি) উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের নগরব্রীজ এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেদারুল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম রেজাউল ইসলাম (রেজু), যুগ্ন আহ্বায়ক, জেলা বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল ইসলাম (রেজু) অসহায়দেয় সাহায্যের জন্যে বিত্তশালীদের আহ্বান জানান। এছাড়া তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সকল ভেদাভেদ ভুলে জননেতা তারেক রহমানের ৩১ দফা সামনে রেখে সকলকে এক হয়ে আগামীর গনতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি মোছা: ফাইমা বেগম, ২নং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো: গোলাম মোস্তফা (বাবু), কাশিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মো: আতিকুর রহমান খলিল, যুগ্ম আহ্বায়ক কাশিমপুর ইউনিয়ন যুবদল, কাশিমপুর ইউনিয়ন যুবদল নেতা মো: রায়হানুল হক (রায়হান) প্রমুখ।