শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


এপেক্স ক্লাব অব সাঙ্গুর প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত

Romjan Ali

Updated 25-Jan-29 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 46
এপেক্স ক্লাব অব সাঙ্গুর  প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত

এপেক্স ক্লাব অব সাঙ্গুর ২০২৫ সালের প্রথম বোর্ড মিটিং   ক্লাব  প্রেসিডেন্ট এপেক্সিয়ান বিরু লাল  তঞ্চঙ্গা  এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা -৩ এর গর্ভণর সৈয়দ মিয়া হাসান, এনআইআরডি এপে: সুপঙ্কর বড়ুয়া, আইপিপি এপে.  ইউ নি লা, সিনিয়র  ভাইস প্রেসিডেন্ট এপে: প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সেক্রেটারি এন্ড ডিএনএ এপে: মোহাম্মদ শহীদুল ইসলাম, সেবা পরিচালক  এপে. প্রো কান্তি তঞ্চঙ্গা পাবলিক স্পিকিং এন্ড রিলেশনশিপ ডিরেক্টর এপে:   কে সিং মং মারমা প্রমুখ।

সভায় সকলের সম্মতিক্রমে প্রতি মাসে ক্লাবের দুটি ডিনার মিটিং একটি বোর্ড মিটিং ও একটি সার্ভিস করার সিদ্ধান্ত নেয়া হয়।

বোর্ড মিটিং শেষে ২০২৫ সালের  ৪৯ তম  জাতীয় কনভেনশনের অ্যাওয়ার্ড  হ্যান্ডওভার, ডিরেক্টরি, ক্লাব প্রেসিডেন্ট ব্যাগ, রেজিস্টার বুক ডিস্ট্রিক্ট গভর্নর সৈয়দ মিয়া হাসানের মাধ্যমে অর্পণ করা হয়।